বিশ্বনাথে পর্দা উঠল ‘তৈয়বুর রহমান হুমায়ুন ১ম পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট’র

সিলেট

স্টাফ রিপোর্টার:

বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পর্দা উঠেছে ‘তৈয়বুর রহমান হুমায়ুন ১ম পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট’র।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের দক্ষিণের মাঠে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ‘সাথী স্পোটিং ক্লাব’ আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী।
প্রধান অতিথির বক্তব্যে এম. আসকির আলী বলেন, খেলাধুলা সামাজিক বিনোদনের অন্যতম প্রধান একটি মাধ্যম। খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। খেলাধুলা সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে। ফলে সমাজ হয় সুন্দর ও শান্তিময়। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খেলাধুলার পৃষ্টপোষকতায় এগিয়ে আসতে হবে। তবে খেলাধুলার পাশাপাশি ছাত্র সমাজকে লেখাপড়ার দিকেও মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ শিক্ষার আলো ছাড়া কখনই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি আরোও বলেন, সিলেট-২ আসন তথা সিলেটের সার্বিক উন্নয়নে জনতার নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলী যে অবদান রেখে ছিলেন, তা আর কারও পক্ষে সম্ভব হয়নি। আগামী দিনেও গণমানুষের নেতা এম. ইলিয়াস আলীর গ্রহন করা প্রকল্পের অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুযোগ এলে বিশ্বনাথ তথা সিলেট অঞ্চলের খেলাধুলার ব্যাপক উন্নয়ন করা হবে। শুধু সবাই দোয়া করবেন দ্রæত যাতে নিখোঁজ এম. ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন।

উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ’ ৩-০ গোলের ব্যবধানে নবীগঞ্জ উপজেলার ‘লালাপুর ইউনাইটেড এফসি ইনাতগঞ্জ’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। এরপূর্বে নির্দিস্ট সময়ের খেলা ০-০ গোল ড্র হয়। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দৌলতপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ’র গোলকিপার আব্দুর রাজ্জাক।
সাথী স্পোটিং ক্লাবের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশ ট্রাস্টের ট্রাস্টি জামাল উদ্দিন, মুমিন খান মুন্না, আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কামালপুর এন্ড উত্তর কালীজুরী ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও সাবেক ফুটবলার নিজাম উদ্দিন। খেলায় ধারাভাষ্য পরিবেশন করেন জুয়েল আহমদ নূর, আব্দুল আহাদ ও আরকুম আলী।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *