ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
দি হাঙ্গার প্রজেক্টের আওতাধীন ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কর্তৃক সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই স্লোগানকে সামনে রেখে ‘সামাজিক রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) পৌর শহরে একটি রেস্টুরেন্টে পিএফজির অ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদ্দুজ্জামানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু ও কার্যকরি সদস্য বদরুল ইসলাম মহসিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আলতাবুর রহমান, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি হাজী সিতাব আলী, উপজেলা গনফোরামের সভাপতি তরিকুল ইসলাম। সভা শেষে দোয়া পরিচালনা করেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদ্দুজ্জামান।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আব্দুল মতিন, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য জামাল আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, বিএনপি নেতা উস্তাার আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, জেলা মহিলা দলের নেত্রী নাজমা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, গনফোরাম নেতা আশিক আলী, উপজেলা বই পুস্তক ও লাইব্রেরি সমিতির সাধারণ সম্পাদক হোসাহীন আহমদ শাহীন, সংগঠক মনোয়ার হোসেন, সমুজ আলী, মুুনিরুল ইসলাম, খোরশেদ আলী মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন