স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজে ‘মেরিট কেয়ার মেধাবৃত্তিপ্রাপ্ত ১২০ জন শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থী’র মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতা করেন পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দানবীর হাজী রইছ আলী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ তাজুল ইসলাম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, ওসমানীনগর উপজেলার কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সোহেল, উপজেলার ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্টু দেব, গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছনা বেগম, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।