ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরতান হাবড়া বাজার জামে মসজিদের পূননির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী) বাদ জুমা উপজেলার মিয়াজানের গাঁও গ্রামের শেখ মোছাঃ আংগুরা বেগম চৌধুরী’র পরিবারের অর্থায়নে পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরাতন হাবরা বাজার জামে মসজিদের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামীলীগের এাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সদস্য মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, বিশ্বনাথ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার বারাম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ প্রমুখ।
শেয়ার করুন