ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী ইশতিয়াক আহমদ খানের ‘টিউব লাইট’ মার্কার সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন তাঁর সমর্থকেরা।
গত কয়েক দিন ধরে টিউব লাইটের সমর্থকেরা গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী ইশতিয়াক আহমদ খানসহ তাঁর সমর্থকেরা।
ইশতিয়াক আহমদ খান বিশ্বনাথবিডি২৪ ডটকম-কে বলেন, মানুষের সেবা করতে আমি কাউন্সিলার প্রার্থী হয়েছি। মানুষের সেবা করতে আমি ভালবাসি। আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসির সেবা করে যাব।
একটি মডেল ওয়ার্ড বির্নিমানে তিনি টিউব লাইট প্রতিকে সবার ভোট ও সহযোগিতা কামনা করেন।