বিশ্বনাথে পৌর মহিলা আ’লীগের কর্মীসভায় নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ পৌর মহিলা আওয়ামী লীগের কর্মীসভা শনিবার (৯ ডিসেম্বর) পৌর শহরের নতুন বাজারে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহন হয়।
আগামী ৭ই জানুয়ারী নৌকার মাঝি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির সামনে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট ভিক্ষা চাওয়ার নির্দেশনা দেওয়া হয় সভায়।

পৌর মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের নারী জাগরনের প্রতিকৃত বেগম রোকেয়ার জীবনাদর্শ অনুস্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ সৃষ্টি করেছেন। শিক্ষা-দিক্ষা, কর্মক্ষেত্র’সহ সর্বাবস্হায় এখন নারীদের জয়-জয়কার। পুরুষের পাশাপাশি নারীরা এখন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য তপন দাস, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, প্রবাসী আওয়ামী নেতা হাজী আব্দুস সবুর, আওয়ামী লীগ নেত্রী শিরিন চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমিতা মালাকার, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউসার আলী ।
বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিল্পী বেগম, যুগ্ম আহবায়ক সুনামালা বেগম, দশঘর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা বেগম, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, আওয়ামী লীগ নেত্রী আঙ্গুরা বেগম, শান্তা মালাকার, হুসনা বেগম।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাল বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী শান্তা রাণী বৈদ্য, লাভলী দে, পারুল বেগম, রুকিয়া বেগম, সাবিনা বেগম, রেহেনা বেগম, করুনা বেগম, সুফিয়া বেগম, রুনা লায়লা, হালিমা বেগম, রেসনা বেগম, সবনম বেগম, শেখ সায়মা বেগম, তানন বিবি, রাহিমা খাতুন, সাহেনা বেগম, আছমা খাতুন, সাবিয়া বেগম, হুসনে আরা, ফারহানা, ফুলমালা, দিলা বেগম, রাজিয়া বেগম, আমিরুন নেছা প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *