ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেটের বিশ্বনাথ পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০) জুলাই বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পৌরশহরের নতুন বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ বদরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আসাদুজ্জামান আসাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, উপদপ্তর সম্পাদক নুরুল হক, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিক হাসান, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুণ বিভু, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শংকর জ্যোতি দে।
সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহমদ, গীতা পাঠ করেন শ্রমিক লীগ নেতা অজিত দেব।