বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট):
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জানাইয়া রোডস্থ সুলেমান ভিলায় প্রতিবন্ধী অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রতিবন্ধীর মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আসমা জাহান সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের এাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, রামপাশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মুছা মিয়া সহ প্রমুখ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন