বিশ্বনাথে প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ৫ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে হতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ‘বিশেষ করে আমতৈল গ্রাম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী সবই জানেন। এই গ্রামের প্রতিবন্ধীদের অবস্থা পরিবর্তনের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছে। আর যাতে কোন প্রতিবন্ধী সন্তান জন্ম না নেয় সে জন্য আপনাদেরকের সচেতন হতে হবে। সুস্থ ও অসুস্থ ছেলে-মেয়েকে বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ করে দিয়েছে সরকার। তাদেরকে শিক্ষা অর্জন করতে হবে।’

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোবারক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম, আবুল খয়ের, জামাল উদ্দিন, আজাদ আলী, নজরুল ইসলাম, আছারুন নেছা, রুশনা বেগম, মিনা বেগম, সচিব নারায়ন দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *