ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, মানুষের কষ্ঠের সময় পাশে দাঁড়াতে হয়। দু:সময়ে মানুষের পাশে থেকে উপকার করলে মানুষ স্মরণ রাখে। দু:সময়ে যারা মানুষের পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু।
তিনি বলেন, যার যার অবস্থান থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করুন। আজ অনেকেই বন্যায় কবলিত হয়ে অসহায় অবস্থায় আছেন। সেই সব মানুষকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (২৯ জুন) বিশ্বনাথ সদর ইউনিয়নের জাহারগাঁও, মুফতিরগাঁও, বিশ্বনাথেরগাঁওসহ বিভিন্ন স্থানে বিশ্বনাথ উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় সরকারি ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সদস্য ফিরোজ খান, দবির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
শেয়ার করুন