বিশ্বনাথে প্রবাসী আব্দুল আলীম ও সাংবাদিক নবীন সোহেল সংবর্ধিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল আলীমের সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নবীন সোহেল ‘সিলেট জেলা প্রেসক্লাব’র নির্বাচনে সদস্য (প্রথম) নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) রাতে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল আলীম বলেন, দুই বছরে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’ অনেক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সর্বমহলের সার্বিক সহযোগীতায়। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সহযোগীতা অব্যাহত রাখার আহবান রইল সবার প্রতি। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে পৌর এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণ’সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তিনি।
আরেক সংবর্ধিত অতিথি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচিত সদস্য (প্রথম) নবীন সোহেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বনাথের সার্বিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাঁদেরকে ধন্যবাদ জানান।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ট্রাস্টের বাংলাদেশ কমিটির সহ সভাপতি রাসেল আহমদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *