স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সোমবার (২৫ মার্চ) আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আয়াজ আলী, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলী, সমাজসেবক আছাদ আহমদ, সংগঠনের সদস্য লয়লুছ মিয়া, মকবুল হোসেন, হাবিবুর রহমান, সুরমা বেগম, তাছলিমা বেগম, ডালিয়া বেগম, কামরান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন