ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে সাতপাড় গ্রামের ইরশাদ আলীর ছেলে ও সিলেট এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সালেহ আহমদ স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক ও বিশ্বনাথের সীমান্তবর্তী সোনালী বাংলা বাজারে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক মো. আছাব উদ্দিন।
প্রবীণ মুরব্বি হাজী চাঁন্দ আলীর সভাপতিত্বে ও সংগঠক কামরুল ইসলাম কাওছারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠক মো. হারুন মিয়া, আকদ্দুছ আলী, সালেহ আহমদের পিতা ইরশাদ আলী।
বক্তারা সালেহ আহমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্বার শান্তি কামনা করে বিশেষ ভাবে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
দোয়া পরিচালনা সোনালী বাংলা বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক জালাল উদ্দিন, আশিক আলী, আবুল কালাম, মানিক উদ্দিন, আং ছোবহান, আলকাছ আলী, ছোরাব আলী, শফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুস ছালাম, তারেক আহমদ চন্দন, শফিক মামুন, শানুর আলী, সোনাফর আলী প্রমুখ।
শেয়ার করুন