বিশ্বনাথে প্রবীণ মুরব্বি হাছন আলী সরকারের জানাজা ও দাফন সম্পন্ন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার মঙ্গলগিরী গ্রামের প্রবীন মুরব্বি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব হাছন আলী সরকারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুর ২ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের মঙ্গলগিরী গ্রামস্হ্য মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তাকে দাফন করা হয়।নামাজের ইমামতি করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।

মরহুমের ভাতিজা ও বিএনপি নেতা মো. আবেদুর রহমান আসকির এর পরিচালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুর রহমান, বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান, সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, গ্রামের প্রবীন মুরব্বি পীর ইদ্রিস আলী, মো. সমুজ আলী, ড সারওয়ার হোসেন, প্রয়াগমহল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কয়েছ আহমদ।

এসময় অন্যানের মধ্যে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাসিত, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের লেকচারার ও লামাকাজী মুন একাডেমির প্রতিষ্টাতা ও পরিচালক অধ্যক্ষ আমিনুল ইসলাম, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মাওলানা জমির উদ্দিন, শিক্ষক মাওলানা মো. হাবিবুর রহমান, স্হানীয় প্রিতীগন্জ বাজার কমিটির সভাপতি মো. আব্দুল গফুর, দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার ফারুক মাহদি, ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, প্রচার সম্পাদক মো. মোক্তার আলী, যুবলীগের সভাপতি মো. ফয়ছল আহমদ, সহ সভাপতি সমর আলী, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সুহেল আহমদ, ইউপি সদস্য মো. লাল মিয়া লালু, সাবেক সদস্য মো. নুরুজ্জামান, ছাত্রদল নেতা ইমরান মাহমুদ, রুহুল আমিন, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন সহ সংগঠক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিগণ উপস্হিত ছিলেন।

উল্লেখ্যঃ গতকাল সোমবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় প্রবীণ এই মুরব্বি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *