বিশ্বনাথে ফারুক আহমদের ‘নৌকা’ মার্কার সমর্থনে ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের ‘নৌকা’ মার্কার সমর্থনে শনিবার (২২ অক্টোবর) রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাপুর গ্রামের ইশ্বাদ আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে পৌরসভাকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, মাত্রাতিরিক্ত ট্যাক্সমুক্ত ও জনসাধারণের অধিকার আদায় আর প্রবাসীদের জন্য বিশেষ ডেস্ক গঠন প্রত্যয় ব্যক্ত করে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন নৌকার মাঝি ফারুক আহমদ।

আলাপুর গ্রামের প্রবীন মুরব্বী সিতাব আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাকিলের পরিচালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুমিন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুবলীগ নেতা আমির আলী, শাহ আলম খোকন, ইউসুফ আলী, আসুক আলী, মখন মিয়া, আব্দুল মালিক সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতি দাস পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *