ফারুক আহমদ:-স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলার রামপাশা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী ‘দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’।
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় ফাউন্ডেশনের কার্যালয়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালন ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
ফাউন্ডেশনের সভাপতি আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকুন্দ লাল বিশ্বাস এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য আলী হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য লয়লুছ মিয়া, আব্দুল মুমিন প্রমুখ।