ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের উদ্যোগে ‘বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২’র আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে বত্রিশ লক্ষাধিক টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ১৮ আগস্ট উপজেলার অলংকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে চুয়াল্লিশ পরিবারের হাতে তুলে দেয়া হয় নগদ এক হাজার টাকা করে। রামপুর হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে আয়োজিত বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা কবি সিরাজুল ইসলাম সাদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগীয় আহবায়ক সাজিদুর রহমান সোহেল এর সভাপতিত্বে ও হাফিজ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, মাওলানা আকমল হোসেন শাকুর, হাফিজ ইউসুফ আলী। বক্তারা বলেন র্যামিট্যান্সযোদ্ধা প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা দেশের যে কোন দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের অবদানই সবচেয়ে বেশি। তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে আমরা স্মরণ করি।
আলোচনা সভা শেষে সকল প্রবাসী ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কবি সিরাজুল ইসলাম সাদ।
আলোচনা সভা শেষে অলংকারী ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের চুয়াল্লিশ পরিবারের হাতে বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর পক্ষ থেকে তুলে দেয়া হয় নগদ এক হাজার টাকা করে।
শেয়ার করুন