ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ‘আয়ান-নাহিয়া জন কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ৬ জুলাই দুপুরে লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরগনা বাজার সংলগ্ন জাগিরআলা গ্রামে এলাকার অসহায় বন্যার্তদের মধ্যে ওই ত্রান সামগ্রী বিতরণ করেন ট্রাষ্টের চেয়ারম্যান সাংবাদিক কবির আহমদ।
এসময় উপস্হিত ছিলেন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিক আহমদ, মুরব্বি মো. মকরম আলী, মো. মনু মিয়া, জামাল আহমদ শিশু, সংগঠক মো. ছবির মিয়া, মো. আলিম উদ্দিন, তানজিম আহমদ নাহিয়ান সহ প্রমুখ।