বিশ্বনাথে বন্যা কবলিত ২৫০ শিক্ষার্থীর মাঝে ত্রাণ বিতরণ করলো সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে সব সময় মানুষের সেবা করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার প্রসারে ওই ট্রাস্ট কাজ করে নিজের এলাকাকে এগিয়ে নিয়েছে। আজ ওই এলাকার অনেক নারী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এমন মহতি ও ভাল কাজের ধারা অব্যাহত রেখে মানুষের মন জয় করেছে সরুয়ালা ট্রাস্ট। তিনি বলেন, সরুয়ালা ট্রাস্টের মত সকল সামাজিক সংগঠন এগিয়ে এসে নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

তিনি মঙ্গলবার (২৭ জুন) সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২৫০ জন বন্যা কবলিত শিক্ষার্থীকে ত্রান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও শিক্ষক সমীর কান্দি দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল, সহকারি অধ্যক্ষ মৃনাল কান্তি শিকদার, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বাসার। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *