বিশ্বনাথে বাস লেগুনার মুখামুখি সংঘর্ষে নিহত ২, এক জনের অবস্হা আশংকাজনক

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সুনামগঞ্জ-সিলেট হাইওয়ে রোডে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আশংকাজনক লেগুনা চালকের অবস্হা।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে সুনামগঞ্জ গামী শ্যামলীর সাথে মাছবাহি লেগুনার মুখামুখি সংর্ঘষে ওই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও একই গ্রামের কওছর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।
লেগুনা চালক নাইম (১৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের মইনুল হকের ছেলে।
চালক নাইম আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় দিকে বিশ্বনাথ উপজেলার সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে সিলেটগামী নাম্বার বিহীন লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহণ বাসের (ঢাকা-মেট্রো-ব-১৫-২৬৪৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলে লেগুনায় থাকা দুই যাত্রী নিহত হন।

দূর্ঘটনার সত্যতা ও দুইজনের মৃত্যু নিশ্চিত করে বিশ্বনাথ থানা এসআই অমিত সিংহ বলেন, জয়কলস হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *