ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের জাগির গ্রামের মো. নজরুল ইসলাম (৫৫)’র জানাজার নামাজ শনিবার (২০ মে) সকাল ১১ টায় স্হানীয় মোহাম্মদীয়া ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়েছে।
নামাজ ও দোয়া পরিচালনা করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।
জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ও জাগিরআলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. জামাল উদ্দিনের পরিচালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজান্সি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহনুর হোসাইন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির, মরহুমের ক্লাসমেট খালেদ আহমদ, ছোট ভাই আতিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, প্রভাষক (বাংলা) মো. আলীনুর হোসাইন বিপ্লব, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, এলাকার মুরব্বি সালামত আলী, রফিক আহমদ মেম্বার, লালু মিয়া মেম্বার, সিরাজ উদ্দিন, আব্দুল গফুর, প্রবাস বাংলা টিভির সিলেট প্রতিনিধি কবির আহমদ, প্রবাসী মো. আলী হোসাইন, দুর্লভপুর দাখিল মাদরাসার শিক্ষক মো. বায়েজিদ আহমদ, হাবিবুর রহমান, ব্যবসায়ী আক্তার হোসেন, রুম্মান আহমদ নোমান, নিজাম উদ্দিন সহ প্রমুখ।
উল্লেখ্যঃ মরহুম নজরুল ইসলাম (৫৫) শুক্রবার (১৯ মে) দুপুর ২.৩০ ঘটিকায় নিজ বাড়ীতে স্টোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, এক ছেলে, মা-বাবা ভাই-বোনসহ অসংখ্য আত্নীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
শেয়ার করুন