বিশ্বনাথে বিএফসি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে ‘২য় বিএফসি ফুটবল টুর্ণামেন্ট’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘বিএফসি’র উদ্যোগে মঙ্গলবার (২ এপ্রিল) পৌর শহরের একটি পার্টি সেন্টারে ‘দোয়া ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।

বিএফসির সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও ধারাভাষ্যকার একেএম তুহেম’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক ও আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, পৌরসভার কাউন্সিলর জহুর আলী, শামীম আহমদ হিরামন সমাজ কল্যাণ সংস্থা ও স্পোটিং ক্লাবের সভাপতি নূরুল হক, ক্রীড়া সংগঠক রফিক আলী, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য খলিলুর রহমান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন যুবনেতা ফজলু মিয়া, বাবুল মিয়া, জয়নাল আবেদীন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান হোসেন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, সাবেক ফুটবলার আব্দুর রব, শাহীন আহমদ, বিএফসির উপদেষ্টা মন্ডলীর সদস্য শহিদুর রহমান বাচ্চু, শিপন আহমদ, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, প্রবাসী রাকিব আলী, ধারাভাষ্যকার আরকুম আলী প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *