বিশ্বনাথে বিজয় দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সিলেট

স্টাফ রিপোর্টার:

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সিলেটের বিশ্বনাথে এবছর ব্যতিক্রমী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হবে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, সকাল ৮টায় উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ-আনসার-ফায়ার সার্ভিসের অংশগ্রহণে সালাম গ্রহণ। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এরপূর্বে উদ্যোক্তাদের বিভিন্ন স্টল নিয়ে অংশ গ্রহনের মাধ্যমে সকাল ৯টা থেকে দিনব্যাপী বিজয় মেলার অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে সকাল ১০টায় শ্রীরামসী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে উপজেলার তিন সাংবাদিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে এসব অনুষ্ঠান সুচী তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়। এর পূর্বে মঙ্গলবার বিজয় দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যেঅগে এক প্রস্তুতি সভা করা হয়েছে বলে জানান তিনি। মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রতিটি অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেণী-পেশার জনসাধারণকে আমন্ত্রণ জানান ইউএনও।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও অর্থ সম্পাদক মশিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *