বিশ্বনাথে বৃক্ষপ্রেমিক আব্দুল গাফ্ফারের পক্ষ থেকে ফলজ ও ভেষজ গাছ এর চারা রোপন

সিলেট

স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে বৃক্ষপ্রেমিক আব্দুল গাফ্ফার উমরা মিয়ার পৃষ্ঠপোষকতায় ও সামাজিক সংগঠন অমরাবতি এর ব্যবস্থাপনায় স্থানীয় পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলে গতকাল বৃহস্পতিবার বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এতে ফলজ ও ভেষজ জাতের চারা রোপন করা হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান।
বৃক্ষপ্রেমিক আব্দুল গাফ্ফার উমরা মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান অমি, বীর মুক্তিযোদ্ধা তালেব তালী, সংগঠক জাহাঙ্গীর হোসেনসহ স্কুলের শিক্ষক’শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ রোপন হয়। এরমধ্যে কাটিমন আম, জলপাই, আমলকি, অর্থকী, বয়েরা, আগর, পেয়ারা, বাতাবিলেবু ইত্যাদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *