বিশ্বনাথে ব্যারিস্টার আব্দুস শহীদের অর্থায়নে প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রায় ২ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের পুরাণ বাজারস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়ে।
এতে প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার ওই ক্ষুদ্র প্রচেষ্ঠা। আপনারা সবাই আমার পাশ থাকলে আশাকরি আরও অনেক কিছুই করতে পারব। আর বিশ্বনাথের সাংবাদিকরা নিজেদের পেশাদারিত্বের পাশাপাশি মানুষের কল্যাণের জন্য যে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাস্টের সভাপতি ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাওলানা ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *