বিশ্বনাথে ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান

সিলেট

স্টাফ রিপোর্টার:

সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যের খ্যাতিমান আইনজীবি, ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, নিজের দায়বদ্বতা থেকে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের জন্য সেবামূলক কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন’। ইনশাআল্লাহ নিজ এলাকার অসহায় মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে ফ্রি খৎনা অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যুক্তরাজ্যে বিশ্বনাথের যে কয়জন আলোকিত সন্তান বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের একজন ব্যারিস্টার নাজির আহমদ। সকল প্রবাসী যদি অন্তত নিজ নিজ এলাকায় প্রতিবছর নিজেদের সাধ্যানুযায়ী ব্যারিস্টার নাজির আহমদের মত আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন তাহলে সমাজের হতদরিদ্র মানুষগুলি অনেক উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমিগ্রেশন আইনজীবি জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন কয়েস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মাওলানা শহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, কবি, লেখক এম. জায়েদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক আফজল মিয়া, জাহান মিয়া প্রমুখ।
খৎনা অনুষ্ঠানে সংবিধান বিশেষজ্ঞ, সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী, ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে দরিদ্র-অসহায় পরিবারের শিশুদেরকে ফ্রি খৎনা দেয়া হয়।
এসময় প্রত্যেক শিশুকে পাঞ্চাবী, লুঙ্গি, টুপি ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *