স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ‘মরহুম বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্ট’র উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ আব্দুল হাসিমের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রগতি পাঠাগারের আয়োজনে উপজেলার কালীজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২০ জন স্কুল শিক্ষার্থী ও ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ওই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলার চাঁন্দভারাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন বাগিছা বাজার দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক ময়নুল ইসলাম।
মরহুম বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্টের পরিচালনা কমিটির সভাপতি কদর আলীর সভাপতিত্বে ও সংগঠক প্রবীর দে’র পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আমির আলী, কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছু উদ্দিন, ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে। অনুষ্ঠানে এসময় শিক্ষানুরাগী কোকিল দাস, ফজল মাহমুদ খান, রুমেন আলী, সুবির দে প্রমুখ নেতৃবৃন্দ’সহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।