বিশ্বনাথে মিরেরচর গ্রামে প্রবাসীদের অর্থায়নে আছদ্দর আলীর ঘর নির্মাণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে অসহায় এক পরিবারকে বাথরুমসহ ৪ রুমের একটি টিনশেডের ঘর নির্মাণ করে দিয়েছেন প্রবাসীরা। পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ মিরেরচর গ্রামের মরহুম আছদ্দর আলীর পরিবারের ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মরহুম আছদ্দর আলীর পরিবারের ঘর নির্মাণ করে দেয়ার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বসতঘর নির্মাণের পর সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মিরেরচর দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসমাঈল আলী, ব্যবসায়ী আব্দুল মতিন, সাংবাদিক তজম্মুল আলী রাজু, মুরব্বী আব্দুল ওয়াহিদ, ফয়জুর রহমান, মফিজ আলী, সমাজকর্মী আমিন উদ্দিন রুমেল প্রমুখ।

উল্লেখ, মরহুম আছদ্দর আলীর ঘর নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করেছেন মিরেরচর গ্রামের আমেরিকা প্রবাসী আজম আলী বাবুল ও তাঁর পরিবার, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীম, আবুল বশর, বিপ্লব, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সমাজকর্মী এনাম আহমদ, আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য ইসমাঈল আলীর স্ত্রী, রুমেল আহমদ ও আব্দুল জলিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *