বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মুনির আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা মুনির আহমদ স্মরণে ‘শোকসভা ও দোয়া মাহফিল’ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামস্থ মরহুমের নিজ বাড়িকে অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ইউনিয়ন সাহিত্য পরিষদ, বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ ও বর্ণমালা সাহিত্য পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি তাহির আলী। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনির আহমদের পুত্র রওনক আহমদ এনাম।

দৌলতপুর ইউনিয়ন সাহিত্য পরিষদের সভাপতি ডা. বিভাংশু গুন বিভুর সভাপতিত্বে ও বর্ণমালা সাহিত্য পরিষদের সভাপতি নিরঞ্জন মনি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ও চেয়ারম্যান হাফিজ আরব খান, দৌলতপুর ইসলামিয়া দারুস ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, ৮নং ওয়ার্ডের মেম্বার আজাদ মিয়া, ত্রৈ-মাসিক শব্দ সিঁড়ি সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমামুল ইসলাম রানা, বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সহ সভাপতি ওবায়দুল হক মুন্সী, শহীদ শামছুন নূর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সংগঠক তৌফিকুর রহমান, শেখ কাউছার আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *