বিশ্বনাথে মেয়র পদে প্রার্থীতা ফিরে পেলেন আল-ইসলাহ’র ফয়জুল ইসলাম তালুকদার

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন (চামচ’ প্রতীক) আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী (স্বতন্ত্র) ফয়জুল ইসলাম তালুকদার।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা। প্রতীক পেয়েই সমর্থকদের নিয়ে ভোটের মাঠে জোরেশোরে প্রচারণায় নেমেছেন ফয়জুল ইসলাম তালুকদার।

সন্ধ্যায় চামচ মার্কার সমর্থনে পৌর শহরে গণসংযোগ করার পর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন ফয়জুল ইসলাম তালুকদার।

মতবিনিময়কালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানসহ আল-ইসলাহ’র উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মেয়র প্রার্থী ফয়জুল ইসলাম বলেন, ৬ অক্টোবর মনোনয়ন দাখিল করেন তিনি। হলফনামায় স্বাক্ষর না করায় যাচাই-বাচাইয়ে দিন ১০ অক্টোবর তার প্রার্থীতা বাতিল হয়। এরপর জেলা আপিল বিভাগেও প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হলে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে গত রোববার উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছেন আর আজ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

তিনি বলেন, ‘সকল প্রার্থী ইতিমধ্যে প্রচারণা শেষ করেছেন আর আমি মাত্র শুরু করলাম। আমি প্রার্থীতা ফিরে পাওয়ায় আল-ইসলাহসহ ইসলামী দলগুলোর প্রতিনিধিরা ও সমর্থকরা খুবই উচ্ছ্বসিত। আশা করি আগামী ২ নভেম্বর পৌরসভার ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *