স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাসিক সমন্বয় সভায় ওই ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহেল রানা।
এর পূর্বে ফলাফল প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন।
তিনি বলেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিষ্টান প্রধানের কাছ থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এবং আগামী ৩০ নভেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে পুরুস্কার বিতরণ করা হবে। এতে সবাই উপস্হিত হয়ে অনুষ্টানকে সফল ও স্বার্থক করে তুলার অনুরোধ রইলো।
ফলাফল প্রদান অনুষ্ঠানে এসময় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য ফারুক আহমদ, উপজেলার প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা উপস্হিত ছিলেন।
শেয়ার করুন