ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে ‘যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন’কে স্বদেশে সংক্ষিপ্ত সফর শেষে বিদেশ যাত্রা উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেনকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী সেলিম আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, আমির আলী, শায়েস্তা মিয়া, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সালেহ আহমদ রাজন, রুহুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখলুছ আলী, সদস্য কবির উদ্দিন, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শংকর জ্যোতি দে, যুবলীগ নেতা নাসির আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, ফারাবি ইমন, নাঈম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন