বিশ্বনাথে যুবলীগ নেতার উপর হামলা, ছেলেসহ বিএনপি নেতা আটক

সিলেট

সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথিমধ্যে দুর্বৃত্তদের হামলার আহত হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক পদ প্রত্যাশী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার  দিকে পৌরশহরের আরামবাগ আবাসিক এলাকার গেইটের সামনে ঘটনাটি ঘটে।

আহত যুবলীগ নেতা মুহিবকে প্রথমে স্থানীয় একটি ডায়গনেস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা গ্রহন শেষে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের বাসায় ফিরেছেন মুহিব।

হাসপাতালে যুবলীগ নেতা মুহিবকে দেখতে যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে, অভিযোগ রয়েছে- শুক্রবার রাতে ঘটনার পর পরই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কদর আলী সেলফোনে যুবলীগ নেতা রাজু আহমদ খানকে কল করে মুহিবের উপর হামলা করার সত্যতা স্বীকার করে হুমকি প্রদান করে। এরপর পৌর শহরের পুরাণ বাজার এলাকা থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে বিএনপি নেতা কদর ও তার পুত্র ইমনকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এরপর পুলিশ কদরের ছেলে ইমনের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে।

এ ব্যাপারে বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী জানান, রাত সোয়া ১০টার দিকে যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট নতুন বাজাস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল যোগে ছোট ভাই মাহফুজুর রহমান সুয়েবকে সাথে নিয়ে বাসায় ফির ছিলেন। তারা পৌর শহরের নতুন বাজারস্থ আরামবাগ আবাসিক এলাকার গেইটের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে একটি হলুদ কালারে একটি মোটর সাইকেলে ২জন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাদেরকে অভারটাইক করে। তখন ওই  ওই মোটর সাইকেলের আরোহীদের মধ্যে ১ জনের মাথায় হেমলেট ও অপরজনের মুখে মাস্ক পড়া ছিলো। মোটর সাইকেলটি অভারটাইক করার সাথে সাথে মাস্ক পড়া লোকটি যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে টার্গেট করে ধারালো অস্ত্র দিয়ে কুপ দেয়, কুপটি মুহিবের মুখের ডান পাশে পড়ে রক্ষাক্ত জখম হয়। এতে প্রাণে রক্ষা পান মুহিব।

পরবর্তীতে পুলিশ কদর ও তার ছেলেকে আটক করে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *