বিশ্বনাথে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাজনৈতিক দলের নেতাদের সাথে বিআরডিবি মিলনায়তনে অপরাজিতার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও অপরাজিতা সিলেট জেলার সমন্বয়কারী ইখতেহার হোসেন মৃধা’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী সিতাব আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা গণফোরামের আহবায়ক তরিকুল ইসলাম, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আফিয়া রশীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অপরাজিতা প্রজেক্ট সিলেট জেলা ক্লাষ্ট্রার ফাইন্যান্স অ্যান্ড এডমিন কো-অর্ডিনেটর আলা উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মতিন, রুহেলা বেগম, আছিয়া বেগম, অপরাজিতা সদস্য নাজমা বেগম, শাহানারা বেগম, হালিমা বেগম, হাজেরা বেগম, মমতা বেগম, আনোয়ারা বেগম, সোনাবান বেগম, আঙ্গুরা বেগম, পৌর যুবদল নেতা শাহ টিপু প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *