ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় পৌর শহরে ফার্মেসী’সহ ৫টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে ফার্মেসীতে জরিমানা করায় উপজেলা ফার্মেসী সমিতির নেতৃবৃন্দসহ জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রোববার (২৫ জুলাই) রাতে পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার কারণে ওই ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।