বিশ্বনাথে র্যাবের হাতে ফের গ্রেপ্তার হলেন বিশ্বনাথের মতছিন

সিলেট

স্টাফ রিপোর্টার:

মাত্র ৪ মাসের ব্যবধানে র‌্যাব-পুলিশের জালে ২ বার বন্দি হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের গুদামঘাট বাজার এলাকা থেকে বিশ্বনাথ থানার এসআই নূর মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এর পূর্বে গত ৪ সেপ্টেম্বর বিশ্বনাথ পৌর শহর এলাকা থেকে র‌্যাব-৯’র একটি দল উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফখরুল আহমদ মতছিনকে গ্রেপ্তার করে ছিলেন। এরপর তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান।

ফখরুল আহমদ মতছিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া জানান, গ্রেপ্তারকৃত মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে তিন মাসের সাজা ও সাত লাখ টাকা অর্থদন্ড রয়েছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *