স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্হা ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশ জি.বি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় মুন্সির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ডের শতাধিক পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি (২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল. ১ কেজি করে ময়দা ও চিনি) বিতরণ করা হয়।
মাস্টার আশিক মিয়ার পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমন্তিত অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. জহুরুল হোসেন জহির, মো. কিরন মিয়া।
অনুষ্ঠানের পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ করেন সংগঠক হাফিজ কামাল মিয়া।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।