স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা মো. আব্দুল বাছির আল মামুনকে লামাকাজী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কনফারেন্স হলরুমে তাকে সংবর্ধনা উপলক্ষ্যে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
এসময় উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, আলহাজ্ব মাওলানা মো. আবু জাফর নোমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাসিত, সাবেক ইবতেদায়ী প্রধান মাওলানা আবুল ফয়েজ মো. আব্দুল্লাহ পীর ছাব, এলহাবাদ আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মো. হরমুজ আলী, মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মো. শফিকুর রহমান প্রমুখ।
শেয়ার করুন