বিশ্বনাথে লুটপাট-ভাংচুরের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বিরুদ্ধে বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে ১২ সেপ্টেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে দ্রুত বিচার আইনে আদালতে মামলা (নাম্বার সিআর-৪১/২৩) দায়ের করেছেন উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আজর আলীর পুত্র দিলু মিয়া। মামলায় একই গ্রামের বাদীর প্রতিবেশী ও যুক্তরাজ্য প্রবাসী সাহিদ আলী উরফে সাইদ আলী (৬৫)’কে প্রধান অভিযুক্ত করা’সহ আরোও ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বাদীর লিখিত অভিযোগ আমলে নিয়ে ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মোশাহিদ আলী। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত সহিদ আলীর পুত্র ইয়াজুল (২৮), কাচা মিয়া (৩৫), মৃত বাতির আলীর পুত্র নাসির মিয়া (৩২), মৃত আব্দুল মতিনের পুত্র লায়েক মিয়া (২০), ছাবরু মিয়ার পুত্র নেছাওর আলী (৩৩), মৃত সফিক আলীর পুত্র বদরুল মিয়া (৩২)।

অভিযোগ পত্রে বাদী উল্লেখ করেছেন, সন্তানদের পড়ালেখার সুবাদে উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করছেন বাদী। গ্রামের বাড়িতে বসতঘর দেখাশুনায় লোক নিয়োজিত রেখে, নিজেও মাঝে মধ্যে যাতায়াত করেন। একই বাড়ির বাসিন্দা প্রতিবেশী সাহিদ আলী উরফে সাইদ আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা-জমি ও সীমানা নিয়ে বিরোধ চলমান রয়েছে তার। আদালতে চলমান একটি দেওয়ানি মামলায় রায়ও হয় বাদী দিলু মিয়ার পক্ষে। এরপর থেকেই তার উপর ক্ষিপ্ত হয় উঠেছে অভিযুক্তরা। তাই অভিযুক্তরা বাদীকে সরাসরি হুমকিও দিয়েছে। ঘটনার দিন (৫ সেপ্টেম্বর ২৩ইং রাত ৯টার দিকে) অভিযুক্তরা পূর্ব পরিকল্পনানুযায়ী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত ঘর ভাংচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে এবং লুটপাট করা হয় পানির পাম্প, বাড়ি সংস্কারের রড়, সিমেন্ট, কাঠসহ প্রায় ৩ লক্ষ টাকা জিনিসপত্র।

অভিযোগের বিষয়ে জানতে চাইতে মামলার প্রধান অভিযুক্ত সাহিদ আলী উরফে সাইদ আলীর সাথে একাধিকবার যোগোযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *