স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লামাকাজি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১ টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির।
পিএমসি একাডেমি ও মুন্সিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কিরন মিয়ার সভাপতিত্বে ও ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেনীর শিক্ষার্থী সমর উদ্দিন মাছুম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা বেগম, নিপা বেগম, শিক্ষক খায়রুল আমিন, সমাজ সেবক নুরুজ আলী, হাজী নুর উদ্দিন, শানুর আলী, মানিক মিয়া।