বিশ্বনাথে শ্রীশ্রী শনি মন্দিরে পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান সংবর্ধিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দিরে শনিবার (১২ নভেম্বর) রাতে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র ও উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষ সমভাবে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হবে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানেও সমভাবে উন্নয়ন কাজ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার দেশে সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথেও এর ব্যতিক্রম হবে না।

শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. মলয় ভূষণ সোম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ ও শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’র যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক বাপন পাল।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রনজিৎ ভট্টাচার্য্য সঞ্জু ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিনাক চক্রবর্তী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *