বিশ্বনাথে ‘সরকারি খাল ও গোপাট’ উদ্ধারের দাবীতে ইউএনও বরাবরে স্মারকলিপি

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে ‘সরকারি খাল ও গোপাট’ উদ্ধারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বরাবরে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জনস্বার্থে স্মারকলিপি স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাংবাদিক সায়েস্তা মিয়া।

উপজেলার খাজাঞ্জী ইউনিয়নে পাকিছিরি গ্রামে থাকা সরকারি ভূমি ও গোপাট ভুমিখোকেদের দখলে থাকায় গরু চারণ ও মৎস্য আহরণ’সহ নানান দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তাই জনস্বার্থ বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে ভূমি খেকোদের দখলে থাকা সরকারি খাল ও গোপাট উদ্ধারের জোরদাবী জানানো হয়েছে স্মারকলিপিতে।

স্থানীয় সাংবাদিক সায়েস্তা মিয়া ইউএনও বরাবরে প্রদান করা স্মারকলিপিতে উল্লেখ করেছেন, সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের দক্ষিণে অবস্থিত পশ্চিম প্রয়াগমহল মৌজা স্থিত, খতিয়ান নং ০১, জেএল নং ১৮, এসএ দাগ নং ২২৯৮, ২৩২০, ২৩৫০, ২৪১৪ বিএস দাগ নং ৩১৩৬, ৩১৪৪, ৩১৮২, ৩২৪৮-এ প্রায় ১৫৬ (৩২,৪৭, ৪০, ৩৭) শতক সরকারি খাল ও গোপাট রকম ভূমি স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী জমি মালিকদের দখলে রয়েছে। এসব সরকারি ভূমি ব্যক্তি মালিকদের অবৈধ দখলে থাকায় গরু চরাণ, সম্মিলিত কোন প্রয়োজনে ব্যবহার ও খালে মৎস্য আহরণ করতে নানান প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন এলাকাবাসী।
সরকারি খাল ও গোপাটের এসব ভূমি অবৈধ দখল থেকে উদ্ধার করার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী জোরদাবী জানিয়ে আসলেও রহস্যজনক কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। জনস্বার্থে ব্যবহার ও সরকারি সম্পদ সংরক্ষণ করতে না পারলে সমুহ ক্ষতি সাধিত হওয়ার সম্ভবনাও প্রবল। এছাড়া সরকারি ভুমি দখল করে রাখা নিয়ে দখলকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এলাকার সচেতন মহল। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে তদন্ত সাপেক্ষে দ্রুত ভূমিখেকোদের অবৈধ দখলে থাকা এসব সরকারি খাল ও গোপাট উদ্ধার করা বর্তমান প্রেক্ষাপটে এখন সময়ের দাবীতে রুপান্তরিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *