স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে সরকারি পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যুবরণ করেছে। নিহত দুই শিশু হচ্ছে পশ্চিম চান্দশীরকাপন গ্রামের সিরাজ মিয়ার পুত্র রিহান আত্তার ইয়াছিন (১০) ও নেত্রকানা জেলার বারহাট্রা থানার নৈহাটি গ্রামের ইউসুফ রুহান (১১)। দুই শিশু বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। নিহত ইউসুফ রুহানের পরিবার দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পুরানবাজারের ময়নুলের বাসায় বসবাস করে আসছে।
পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টায় থানার অফিসার ইন-চার্জ রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
থানার এসআই জয়ন্ত সরকার জানায়, নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া চলছে।