বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকদের সাথে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে চা-চক্রে আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধায় উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই চা-চক্র অনুষ্ঠিত হয়।
চা-চক্রে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর পরে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ ফিরে পেয়েছে। বিগত সময়ে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিলো। মন খুলে কেউ কথা পর্যন্ত বলতে পারতনা। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্ত হয়েছে। সে সময়কার আমলে আমরা একটি রাতই ঘুমাতে পারি নাই। এখন মানুষ মন খুলে কথা বলতে পারছে। আমরা আগামীতে সব কিছুর উর্দ্ধে থেকে বিশ্বনাথবাসীকে সাথে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এসময় তিনি জনকল্যাণ মূলক সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার, পৌরসভা জামায়াতে ইসলামীর শ্রমিক সভাপতি শাহিন আহমদ রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শুরা সদস্য আব্দুল মালিক, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদী, পৌরসভা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবু সাঈদ, দেওকলশ ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম, পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি আমজাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।