বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইটের উদ্যোগে খাদ্য বিতরণ

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার;

সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়নের বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান সুইটের উদ্যোগে ও তার পরিবার-প্রবাসী বন্ধুদের সহযোগিতায় বানভাসি পরিবারে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বেবী কেয়ার স্কুলে খাজাঞ্চি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ শতাধিক পরিবারে এই ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উদ্যোক্তা মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল এইচ শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, সাংবাদিক নবীন সোহেল, থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন মুহিবুর রহমান সুইটের পিতা আলহাজ্ব নুরুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, সাবেক ইউপি সদস্য ফজর আলী, বেবী কেয়ার স্কুলের হেড টিচার আখলাকুর রহমান প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম প্রিন্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *