ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বাজারে (সিএনজি) অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭ শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড কার্যালয়ে
জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের উপস্হিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মো. মানিক মিয়াকে সভাপতি, কাওছার আহমদকে সাধারণ সম্পাদক ও আব্দুল কাইয়ুমকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭ শাখার সিংগেরকাছ বাজারে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য হলেন ফয়সল আহমদ ও সোহেল আহমদ।
এসময় জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এবাদুল খাঁন, সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির সভাপতি আফরুজ আলী, সিংগেরকাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সমাজ সেবক হাফিজ আরব খান, এ ছাড়া অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন