বিশ্বনাথে ‘স্মর্তব্যজন’ স্মারকের মোড়ক উন্মোচন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন- নিজের কর্মগুনে মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন আলহাজ্ব পংকি খান। এলাকার বিচার-শালিস, রাজনীতি, শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন, সাহিত্য-সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ থাকার কারণেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে ছিলেন। নৌকার একজন খাঁটি সংগঠক পংকি খানের শূন্যতা সমাজে পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, পংকি খানদের মতো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আওয়ামী পরিবারের সকল সদস্যদেরকে একেক জন ফারুক হয়ে মানুষের এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য প্রথম পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যেতে হবে।


তিনি মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ‘আলহাজ্ব পংকি খান’ স্মরণে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকদ্দুছ আলী সম্পাদিত ‘স্মর্তব্যজন’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন- পংকি খান ছিলেন ত্যাগী একজন মানুষ। যিনি মানুষকে দিতেই ভালবাসতেন। যে কারণে তিনি আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকদ্দুছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত ‘স্মর্তব্যজন’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, প্রবাসী আছাব আলী, মরহুম পংকি খানের ছোট ভাই ফিরুজ খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া বেগম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, আশিক আলী, মিজানুর রহমান মিজানম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য রাজু আহমদ খান, দবির মিয়া, মনোহর হোসেন মুন্না, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, জেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য শংকর দাশ শংকু, মহানগর যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুহেল আহমদ তালুকদার, সঞ্জিত আচার্য্য, মুহিবুর রহমান সুইট, ছালিক মিয়া, আনহার মিয়া, নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জুয়েল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *