ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিলেটের প্রাচীনতম দ্বীনী দরসগাহ ঐতিহ্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার ৯ অক্টোবর সকালে ছাত্র-শিক্ষক ও নবী প্রেমিক মানুষদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত র্যালীটি সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার গভর্ণিংবডির সহ-সভাপতি হযরত মাওলানা আবুল ফয়েজ মুহাম্মদ আব্দুল্লাহ।
ছাত্র সংসদের সভাপতি ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান এর সভাপতিত্বে ও ভিপি মুহাম্মদ দিলোয়ার হুসাইন ও জিএস মোঃ আব্দুল ওয়াহাব এর যৌথ সঞ্চালনায় র্যালি পরবর্তী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পূণ্যময় জীবন ও কর্ম বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাহফিলে মিলাদুন্নবী (সা.) অনুষ্টিত হয়।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ আলী খান।
এসময় উপস্থিত ছিলেন রাখালগনজ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সৎপুর মাদরাসার প্রভাষক (বাংলা) আলীনূর হোসেন বিপ্লব, (ইসলামের ইতিহাস) মোঃ হাবিবুর রহমান, গভর্ণিংবডির অভিভাবক সদস্য সোনাফর আলী, সহকারী শিক্ষক দিলোয়ার হোসাইন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আ. ফ. ম ছালমান, মাওলানা ফয়জুল হক, মাওলানা শামীম আহমদ, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা আছমত আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ মোঃ ইয়াহইয়া, ক্বারী আব্দুল হাদী, হাবিবুর রহমান মনু, সদ্য সাবেক ভিপি মাওলানা আলমগীর হুসাইন, সদ্য সাবেক শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ইমরান মাহমুদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা শাহীনূর আমীন, এলাকার সম্মানিত মুরব্বিয়ানেকেরাম, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, হুসাইনিয়া ছাত্র সংসদের নেতৃবৃন্দ সহ মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।
শেয়ার করুন