স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হযরত শাহজালাল রহ. মডার্ন একাডেমি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সিঙ্গেরকাছ বাজারস্হ একাডেমীর হলরুমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাভিত্তিক মূল্যায়ন সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান।
একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার কবি এইচ এম আরশ আলীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাজির উদ্দিনের পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোতাহির আলী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্টানের সহকারী শিক্ষক ফখর উদ্দিন।
এসময় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাভিত্তিক মূল্যায়ন সনদ ও পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজি শিক্ষক মো. শফি উদ্দিন, সমাজসেবক নুরুল আমিন, ডা. আলতাব হোসেন প্রভাত, বারিক মিয়া, আব্দুল মতিন, রাসেল আহমদ, ছদরুল আমিন চাদ, ইন্তাজ খান প্রমুখ।
শেয়ার করুন