বিশ্বনাথে হাজরাই গ্রামের ‘আফতাব আলী গেদা’র জানাজা ও দাফন সম্পন্ন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামের মুরব্বি আফতাব আলী গেদা (৮৪) এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২ জুন) রাত ৯ টায় হাজরাই জামে মসজিদ প্রাঙনে অনুষ্টিত জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তাকে সমাহিত করা হয়।
সাংবাদিক ফারুক আহমদ এর পরিচালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ ও দোয়া পাঠ করেন এলহাবাদ আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মো. হরমুজ আলী, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহনুর হোসাইন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, হাজরাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুর আহমদ, মাওলানা আব্দুল হান্নান, মরহুমের পরিবারের পক্ষে মো. জসিম উদ্দিন ওয়াসিম।
এসময় আতাপুর হাজরাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আফজল হোসাইন, পরগনা বাজার মসজিদের ইমাম মো. হাবিবুর রহমানসহ প্রমুখ মুসল্লিয়ানে কেরাম উপস্হিত ছিলেন।

উল্লেখ্যঃ রবিবার (২ জুন) দুপুর ১.৩০ ঘটিকায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মো. আফতাব উদ্দিন গেদা ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্নীয় সজন গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *